Web Analytics

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জমি উদ্ধার করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ঈদের আগের দিন উচ্ছেদ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। বনবিভাগ জানায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবহ ও বাগাম্বর এলাকায় অবৈধ দখলদারদেরকে সরে যাবার জন্য নোটিশ দিয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে তারা কর্ণপাত না করায় রোববার বেলা ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে গ্রামবাসী বাধা দিলে বনকর্মীরা কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেয়। ইতিমধ্যেই ৪টি বুলডোজার দিয়ে শতাধিক ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে।

Card image

নিউজ সোর্স

ঈদের আগের দিন বন বিভাগের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি উদ্ধার করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।