যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভূক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর অনুমোদন পেয়েছে আরও পাঁচটি দেশ—যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। মঙ্গলবার এনআইডি উইংয়ের ডিজি হুমায়ুন কবীর জানান, এর মাধ্যমে দশম দেশ হিসেবে চলতি জুলাইয়ে কাজ শুরু হচ্ছে। বর্তমানে ৯টি দেশের ১৬টি মিশনে সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ৪৮,০৮০ জন আবেদন করলেও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯,৬৪৬ জন এবং ভোটার হয়েছেন ১৭,৩৬৭ জন।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভূক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।