Web Analytics

জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ২ নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃতরা হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অব স্কলার্সের কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজ হত্যায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক পর্যায়ে ২ শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, পারভেজ বন্ধুদের সাথে হাসাহাসি করছিলেন। পিছনে থাকা এই দুই মেয়ে ও তার চার বন্ধু ছিল। পরে দুই মেয়ে এসে বলে আমাদের নিয়ে কেন হাসাহাসি হচ্ছে! এ নিয়ে বাকবিতন্ডার জেরে পারভেজ খুন হয়েছেন।

Card image

নিউজ সোর্স

RTV 22 Apr 25

পারভেজ হত্যা, সেই ২ ছাত্রীকে বহিষ্কার

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ২ নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স।