‘অস্ত্রোপচার হয়নি, ভুল চোখে অস্ত্রোপচারের ভাষ্য ভিত্তিহীন’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ইর্তিজা আরিজের চিকিৎসাটি কোনো অস্ত্রপচার ছিল না। ছোট শিশু, তাই আউটডোরের চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে যান ‘Examination under Anesthesia’ দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য। তিনি দুই চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে চোখের পাপড়ি সরিয়ে দেন। পরবর্তীতে শিশুটির মা-বাবার কথার ভিত্তিতে বাম চোখ পুনরায় পরীক্ষার জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং বাম চোখ থেকেও চোখের পাপড়ি বের করেন। চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা (Corneal Abrasion) থাকায় দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়।