কমছে বাজারমূল্য : হংকংয়ের বাণিজ্যিক সম্পত্তি খাতে সংকট বাড়ছে
নতুন সংকটের মুখে পড়েছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের বাণিজ্যিক সম্পত্তি বা কমার্শিয়াল প্রপার্টি খাত। অঞ্চলটির ছোট ও মাঝারি আকারের ডেভেলপারদের পাশাপাশি ব্যাংক খাতও ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে। সম্পত্তি খাতের পরামর্শক সংস্থা জেএলএল এ পরিস্থিতির জন্য বাণিজ্যিক সম্পত্তির বাজারমূল্য হ্রাস ও লিজিং কার্যক্রমে ধীরগতিকে দায়ী করছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।