Web Analytics

সুনামগঞ্জের জামালপুর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েক দিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। কিন্তু সোমবার ঈদের দিন লেবু মিয়ার পক্ষের এক যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ৫ জন গুলিবদ্ধসহ ৪০ জন আহত হন।

Card image

নিউজ সোর্স

RTV 02 Apr 25

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।