উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে পিটিয়ে জখম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে হওয়া এ হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের এ নেতা।
সোমবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলা করেছে তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, জালাল উদ্দিন বাড়ির পথে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছেলে তার গতিরোধ করেন কয়েকজন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জালাল উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলা করেছে তা জানা যায়নি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে হওয়া এ হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের এ নেতা।