আট মাস ধরে নিষ্ক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন : অভিযোগ পড়েছে তিন শতাধিক, তদন্ত বন্ধ কমিশন না থাকায়
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ‘মব’ শব্দটি বেশি পরিচিতি পেয়েছে। উচ্ছৃঙ্খল জনতার এসব কাণ্ড মানবাধিকার লঙ্ঘন করছে বলে প্রায়ই মত দেন বিশ্লেষকরা। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলেও আট মাস ধরে স্থবির হয়ে আছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম। অথচ এ সময়ে জমা পড়েছে তিন শতাধিক অভিযোগ। তবে কমিশন না থাকায় অভিযোগগুলো তদন্ত করে কোনো ব্যবস্থাই নিতে পারছেন না সংস্থাটির কর্মকর্তারা।