Web Analytics

২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন নিষ্ক্রিয়। এ সময়ে ৩০০-র বেশি অভিযোগ জমা পড়লেও তদন্ত থমকে আছে নেতৃত্বের অভাবে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, দেশে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, হেফাজতে মৃত্যু এবং ধর্ষণের মতো ঘটনার সংখ্যা বেড়েছে। কমিশন পুনর্গঠনের দাবিতে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা, বলছেন, মানবাধিকার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

07 Jul 25 1NOJOR.COM

জাতীয় মানবাধিকার কমিশন আট মাস ধরে নিষ্ক্রিয়, বাড়ছে লঙ্ঘনের ঘটনা

নিউজ সোর্স

আট মাস ধরে নিষ্ক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন : অভিযোগ পড়েছে তিন শতাধিক, তদন্ত বন্ধ কমিশন না থাকায়

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ‘মব’ শব্দটি বেশি পরিচিতি পেয়েছে। উচ্ছৃঙ্খল জনতার এসব কাণ্ড মানবাধিকার লঙ্ঘন করছে বলে প্রায়ই মত দেন বিশ্লেষকরা। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলেও আট মাস ধরে স্থবির হয়ে আছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম। অথচ এ সময়ে জমা পড়েছে তিন শতাধিক অভিযোগ। তবে কমিশন না থাকায় অভিযোগগুলো তদন্ত করে কোনো ব্যবস্থাই নিতে পারছেন না সংস্থাটির কর্মকর্তারা।