Web Analytics

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর দুইটায় ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের। এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে জানিয়ে ফিলাডেলফিয়ার গভর্নর বলেন, আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই।

18 Sep 25 1NOJOR.COM

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।