সংবাদপত্রের কালো দিবস আজ
সংবাদপত্র শিল্পের কালো দিবস আজ সোমবার। গণমাধ্যমের ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার নাৎসী কায়দায় তাদের অনুগত চারটি সংবাদপত্র ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেয়। এই পদক্ষেপ বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মীকে বেকার করে হতাশার অতল গহ্বরে ঠেলে দেয়।