নারীর অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব
নারীদের অধিকার হুমকির মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ জন্য আমাদের অবশ্যই লড়াই হবে এবং এ ক্ষেত্রে বিশ্ব নীরব থাকতে পারে না বলে মনে করেন তিনি। রয়টার্স। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, নতুন হুমকির কারণে নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য আরও তীব্র হচ্ছে।