Web Analytics

ডাকসু প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার পর ঢাবি ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়। তবে ছাত্রদলের দাবি, সে ছাত্র শিবিরেরই নেতা। ফলে প্রতিবাদস্বরূপ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবিতে নেত্রীদের হেনস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।' এর আগে আলী হুসেন প্রসঙ্গে ঢাবি ছাত্রশিবির অভিযোগ করে, তাকে শিবির কর্মী বলে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

02 Sep 25 1NOJOR.COM

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থীকে শিবির নেতা দাবি করে সারাদেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে ছাত্রদল।

নিউজ সোর্স

‘শিবির নেতা’র কাণ্ডের প্রতিবাদ ছাত্রদলের, কর্মসূচির ঘোষণা

ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়।