জোট বাদ দিয়ে নতুন যে কৌশল নিচ্ছে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামি দলগুলোর যে জোট হওয়ার কথা ছিল তা হচ্ছে না। সমমনা দল ও ব্যক্তিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা নির্বাচন করবে। ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালুর বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় আসনভিত্তিক সমঝোতা হবে, নির্বাচনি জোট হবে না। তাছাড়াও আওয়ামী লীগ বিহীন নির্বাচনে অধিক সংখ্যক দলের অংশগ্রহণ দেখাতেও এটা একটা কৌশল হিসাবে কাজ করবে।