যশোরে উৎপাদন হচ্ছে বিদেশী ফুলের চারা
ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালী। এক সময় দেশী ফুলের চাষ করতেন এখানকার চাষীরা। তবে এখন দেশীয় প্রজাতির বাইরে গদখালীতে উৎপাদন হচ্ছে নেদারল্যান্ডসের লিলিয়াম, এস্টোমা ও জারবেরা ফুলের চারা। এক সময় ভারত থেকে উচ্চ মূল্যে আমদানি করা হতো এসব ফুলের চারা। এখন দেশেই টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করছে আরআরএফ নামে একটি বেসরকারি সংস্থা।