Web Analytics

ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন, তিনি দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে, তাদের নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়। সম্মেলনে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আক্রাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কারো সাথে দেখা করতেও দেওয়া হচ্ছে না তাকে। প্রসঙ্গত, ২০২৩ সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান।

Card image

নিউজ সোর্স

পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান

ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে, তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।