ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) রাতে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভার অধিবেশন শুরুর পরই পেহেলগাম কাণ্ডে বিতর্কের মুখে তিনি তা মুলতবি করে সেদিন আর ফিরে আসেননি। পদত্যাগপত্রে ধনখড় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সরে দাঁড়ানোর কথা জানান এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০২২ সালে উপরাষ্ট্রপতি হন তিনি এবং এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।