শিশু হৃদরোগীদের জন্য সুখবর
দেশে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে ভেনাস পি-ভাল্ভ (ভেইন ভালভ) প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া বুধবার একইভাবে আরও দুই শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে ভেনাস পি-ভাল্ভ ও বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে মাই ভাল্ভ প্রতিস্থাপন করা হবে। ঢাকায় শুরু হওয়া বাংলাদেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেসে অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ অত্যাধুনিক চিকিৎসা দিচ্ছেন।