তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সংশ্লিষ্ট কোম্পানির (তামাক) সঙ্গে সরকার গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। তামাকবিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’ মনে করছে আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণ করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩ এবং এর গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ চুক্তির ব্যত্যয় হলে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে।