মাদারীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, ৪৯ জনের নামে মামলা
মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম।
মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম। শনিবার দিবাগত রাতে ৪৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলাটি করা হয়। পুলিশ জানান, আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এর জেরে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। পলাশ সরদার নামে একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম।