Web Analytics

বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাটে কাপাই চা বাগানে মাটিতে পুঁতে রাখা লিটন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, চোর সন্দেহে লিটনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ চা বাগানে পুঁতে রাখেন হত্যাকারীরা। গত ৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিটন। জিডি করে পরিবার। এরপর পুলিশ অনুসন্ধান করে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রমোদ জানান, সম্প্রতি তার ১০টি গরু চুরি হয়। গত ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে চোর সন্দেহে আটক করে প্রমোদসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। এতে মারা যান লিটন।

Card image

নিউজ সোর্স

চোর সন্দেহ পিটিয়ে হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগানে মাটিতে পুঁতে রাখা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।