চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দলের গোস্বা হয়
বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনৈতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনৈতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি তখন তারা গোস্বা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে থাকেন. তাহলে তো গোস্বা করার কথা নয়।