জ্বালানি নিরাপত্তা: বিশ্বব্যাংক-এডিবি কেন পল্লী বিদ্যুৎ বাণিজ্য চায়?
পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিসহ নানা অভিযোগে পরস্পরের প্রতি দোষারোপ ও অস্থিরতা এখন চরমে, যা সমাধানে সরকার ব্যর্থ বলেই মনে হচ্ছে। অন্যদিকে সমস্যা সমাধান না করে বরং সমস্যার আগুনেই ঘি ঢেলে এডিবি-বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। এ বক্তব্য দিয়ে ৪ জুন অয়োজিত সংবাদ সম্মেলনে আরইবি-পিবিএসের মধ্যে বিদ্যমান বিবাদ অবসানের লক্ষ্যে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তার সুপারিশ বাস্তবায়নের দাবি পেশ করে।