Web Analytics

বাংলাদেশের গ্রামীণ বিদ্যুৎ খাতকে বাণিজ্যিকীকরণের চাপ দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি, যা নিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের তীব্র আপত্তি। ক্যাব বলছে, সরকার দুর্নীতি ও ভোক্তা স্বার্থ উপেক্ষা করে বিদেশি বেসরকারীকরণ নীতির পথে হাঁটছে। সরকারের গঠিত কমিটি বিদ্যুৎ সমিতিগুলোকে কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব দিয়েছে, যেখানে ভোক্তাদের মতামত নেয়া হয়নি। ক্যাব আশঙ্কা করছে, এতে দাম বাড়বে, আমদানি বাড়বে ও বৈষম্য বাড়বে। ক্যাব বাণিজ্যিকীকরণের পরিবর্তে জাতীয়করণ ও統一 সার্ভিস নীতিমালার পরামর্শ দিচ্ছে।

16 Jun 25 1NOJOR.COM

বিশ্বব্যাংক ও এডিবি’র চাপে গ্রামীণ বিদ্যুৎ বাণিজ্যিকীকরণের উদ্যোগ, সঙ্কটে ভোক্তারা

নিউজ সোর্স

জ্বালানি নিরাপত্তা: বিশ্বব্যাংক-এডিবি কেন পল্লী বিদ্যুৎ বাণিজ্য চায়?

পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিসহ নানা অভিযোগে পরস্পরের প্রতি দোষারোপ ও অস্থিরতা এখন চরমে, যা সমাধানে সরকার ব্যর্থ বলেই মনে হচ্ছে। অন্যদিকে সমস্যা সমাধান না করে বরং সমস্যার আগুনেই ঘি ঢেলে এডিবি-বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। এ বক্তব্য দিয়ে ৪ জুন অয়োজিত সংবাদ সম্মেলনে আরইবি-পিবিএসের মধ্যে বিদ্যমান বিবাদ অবসানের লক্ষ্যে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তার সুপারিশ বাস্তবায়নের দাবি পেশ করে।