Web Analytics

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. ইউনূস এই নির্দেশ দেন।

প্রেস সচিব জানান, বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নামে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়, যা চলমান প্রশাসনিক সংস্কারের অংশ।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছে, পাশাপাশি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের ইঙ্গিত বহন করছে।

20 Jan 26 1NOJOR.COM

ইউনূসের নির্দেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তাগিদ ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের অনুমোদন

নিউজ সোর্স

লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫: ১০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৮
স্টাফ রিপোর্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ