Web Analytics

দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পী কবীর সুমন স্পষ্ট করে বলেন, যারাই যুদ্ধ করুক, যে যুদ্ধ করুক, যে কারণে করুক এবং যেভাবে যুদ্ধ করুক— আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। তিনি বলেন, যুদ্ধবিরোধী মানুষ আমি। গানে গানে আমি যুদ্ধ বন্ধের কথা তো লিখেছিলাম। আজ নিশ্চয়ই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সেই গানের কথা মনে পড়বে। কবীর সুমন বলেন, দেশপ্রেমে মানবপ্রেম নেই। প্রাণীসহ মানুষ কারও জন্যই তাতে প্রেম নেই। সংগীতশিল্পী বলেন, আমার অনুমতি কেউ কি নিয়েছিল, যখন দেশ ভাগ হয়েছিল? কেউ অনুমতি নিয়েছিল দেশের মানুষের কাছ থেকে? কীসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? কবীর সুমন বলেন, এই যে আমরা অস্ত্র চালাচ্ছি, যুদ্ধ হচ্ছে, তাতে এই পৃথিবীর যারা কোনো ক্ষতি করেননি, তারা প্রাণ হারাচ্ছেন। গাছ পুড়ে যাচ্ছে, কত নিরীহ পাখি, পোকামাকড় মরে যাচ্ছে, পানি বিষাক্ত হচ্ছে, সেটি নিয়ে কেউ কিছু বলছে না।

Card image

নিউজ সোর্স

অপারেশন সিঁদুরের বিরোধিতা করে যা বললেন কবীর সুমন

পহেলগাঁওকাণ্ডের পর শুরু হয়েছে অপারেশন সিঁদুর। গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনারা। আসমুদ্র হিমাচল ভাসছে দেশের সেনাবাহিনীর প্রশংসায়। বিনোদন জগতের বলিউড, টালিউডসহ দক্ষিণ ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই এয়ার স্ট্রাইকের প্রশংসায় সরব হয়েছেন। কিন্তু এদিন একেবারেই অন্য সুর শোনা গেল সংগীতজগতের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের গলায়।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।