বৃষ্টি হলেই বেনাপোল স্থলবন্দরের ইয়ার্ড ও গুদামে হাঁটুপানি
গত দুইদিনের টানা বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামে হাঁটুপানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে কয়েকটি প্রবেশগেট বন্ধ করে দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন এবং সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।