Web Analytics

বিবিএসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গত এক বছরে ৩১.৬৭% বাংলাদেশি নাগরিক সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাসপোর্ট ও ভূমি রেজিস্ট্রি অফিস। জরিপে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ ও লিঙ্গ বৈষম্যের সীমাবদ্ধতাও উঠে এসেছে। স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে কিছু ইতিবাচক তথ্য থাকলেও প্রায় ১৯% নাগরিক বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। জাতিসংঘের মান অনুসরণ করে দেশের সব জেলার ৮৪,৮০৭ জন নাগরিকের ওপর এ জরিপ পরিচালিত হয়।

30 Jun 25 1NOJOR.COM

সরকারি সেবায় ৩২% নাগরিক ঘুষের শিকার: বিবিএস জরিপ

নিউজ সোর্স

বিবিএসের জরিপ : সরকারি সেবা নিতে ঘুস দুর্নীতির শিকার ৩২%

গত এক বছরে যেসব নাগরিক সরকারি সেবা নিয়েছেন তাদের মধ্যে ৩১ দশমিক ৬৭ শতাংশ ঘুস-দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৮ দশমিক ৬২ ও নারী ২২ দশমিক ৭১ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে (সিপিএস) এ চিত্র উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশব্যাপী ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’ পরিচালনা করা হয়। ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ৮৪ হাজার ৮০৭ জন নারী-পুরুষ উত্তরদাতার সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্যবিষয়ক এসডিজি ১৬-এর ছয়টি সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। বিবিএসের দাবি জরিপের প্রশ্নপত্র জাতিসংঘ কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে।