দেশের বেশির ভাগ নারী বিএনপি ও ধানের শীষের পক্ষে: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। আর তাদের মধ্যে বেশির ভাগ মা-বোনেরাই বিএনপির ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। দেশের নারী সমাজ যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, তাহলে নারীরাই পারবে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারণ মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাব, এ দেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, তাহলে তারা পারবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে।