‘কূটনীতি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ পরিণতি হতে পারে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি কড়া চিঠিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘আন্তর্জাতিক সম্পর্কের এক নজিরবিহীন ভাঙন’ হিসেবে উল্লেখ করেন, যার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেন।