Web Analytics

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। ভোর থেকে চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে। অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে। অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।

Card image

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।