বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটাল বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে ৫ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)! শুক্রবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় শতশত জনতা লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবি পরিস্থিতি শান্ত করে। ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা, এই সময়ে বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে কৃষকরা নিষেধ করে। এতে কৃষকদের উপর চড়াও হয় বিএসএফ। তারপর গ্রামবাসী ধাওয়া দেয়। বিজিবি বলেছে সত্য হলে প্রতিবাদ জানাবে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।