Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বছরের পর বছর দেশে আসতে পারিনি। আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেয়নি। মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে জেলখানায় রাখছে। তিনি বলেন, এখন জামায়াতে ইসলামীর করুণা নিয়ে আবদুল হামিদকে বেঁচে থাকতে হয়। তার শ্যালক জিহাদ খান এখন কিশোরগঞ্জ-৩আসনের জামায়াতে ইসলামীর ক্যান্ডিডেট। গোলাম আযমের ছেলে আযমীর করুণা নিয়ে আর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দোয়া নিয়ে সরকারকে ম্যানেজ করে বিদেশ যেতে হয় এবং আসতে হয় তাকে। এই নেতা বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হামিদেরা এখন জামায়াতে ইসলামীর করুণায় বাংলাদেশে বেঁচে আছে। এদেরকে থু-তু দিতে হয়। জামায়াতে ইসলামীর করুণা নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, না, না, না। আমি মুক্তিযুদ্ধের বিরোধীদের করুণা নিয়ে এ দেশে বাঁচতে চাই না।'

29 Jun 25 1NOJOR.COM

বছরের পর বছর দেশে আসতে পারিনি। আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেয়নি। এখন জামায়াতে ইসলামীর করুণা নিয়ে আবদুল হামিদকে বেঁচে থাকতে হয়: ফজলুর রহমান

নিউজ সোর্স

জামায়াতের করুণা নিয়ে আবদুল হামিদরা এখনো বেঁচে আছে: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, বছরের পর বছর দেশে আসতে পারিনি। আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেয়নি। আমার মা-বাবার কবরে গিয়েও মোনাজাত পড়তে দেয়নি। ঈদের দিনও আমি দেশে আসতে পারিনি। আমাকে নির্বাসনে রাখছে আবদুল হামিদ। মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে জেলখানায় রাখছে। আর আজকে আমি কোথায়, আর আবদুল হামিদ কোথায়? একটু বিচার করেন তো আপনারা। আল্লাহ কার পক্ষে আপনারা দেখেন।