মহড়ায় ফের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল রাশিয়া
বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া।
রাশিয়া বাল্টিক সাগরের কাছে কালিনিনগ্রাদ অঞ্চলে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আধুনিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে। মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা করা হয়। পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড বহনক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ২০২২ সালের ডিসেম্বরে প্রথম বেলারুশে মোতায়েন করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত এ ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও পূর্ব ইউরোপের নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।
রাশিয়া-বেলারুশ যৌথ মহড়ায় ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রদর্শন
বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া।