রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেব: ডা. জাহিদ
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সেই সঙ্গে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধ থেকে আমরা রাজপথে থাকব। দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক, সব ষড়যন্ত্রকে আপনাদের সঙ্গে নিয়ে মোকাবিলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই। তিনি বলেন, সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার ভাত কাপড় এবং খাদ্যের যে চাহিদা, অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিস ৩১ দফা কর্মসূচিতে বিএনপিসহ সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রীতভাবে জুলাইয়ে সেটি ঘোষণা করেছে। অর্থাৎ এটি হচ্ছে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। আরো বলেন, আগামী সরকারের সময় দেশের সুশাসন নিশ্চিত হবে আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না। অপরাধীরা ছাড়া পাবে না। জাহিদ বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় করে আমরা রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবো, যার মাধ্যমে যে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ দূরে থাকবে।
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সেই সঙ্গে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।