চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৪ কোম্পানির দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছে চালক-শ্রমিক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছে চালক-শ্রমিক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই সৌদিয়া, পূরবী, মারসা ও স্বাধীন পরিবহণের চালক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরী দিচ্ছে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে ৩৬ ঘণ্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন। এদিকে, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লোকাল বাসগুলো ক্লোজডোর সার্ভিস দিচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করছেন যাত্রীরা।
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছে চালক-শ্রমিক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।