পিআর এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত: কায়সার কামাল
পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপি নেতা কায়সার কামাল বলেন, পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। পিআরের জন্য মানুষ জীবন দেয়নি। যারা পিআর দাবি করছেন তারাও অনেকেই এটা বোঝেন না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দিয়ে দিক। জামায়াত ধর্মীয় আবেগ নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা পিআর এর নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ যেন তৈরি না হয়, এজন্যই এমনটা করছে তারা।
পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।