Web Analytics

বরগুনার আমতলীতে পিটুনির শিকার হওয়া এক আহত কালনাগিনী সাপকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। পটুয়াখালীর অ্যানিমেল লাভারস সংগঠন কলাপাড়ায় সাপটির এক্সরে করে, যা জেলার ইতিহাসে প্রথম। এক্সরেতে সাপটির শরীরের মাঝখানে হাড় ভাঙার প্রমাণ মেলে। তিন ফুট লম্বা মৃদু বিষধর এই সাপটির প্রাথমিক চিকিৎসা স্থানীয় প্রশাসনের সহায়তায় দেওয়া হয়েছে। এ উদ্যোগে কলাপাড়া ও কুয়াকাটার প্রাণীপ্রেমী মহলে প্রশংসার সৃষ্টি হয়েছে।

10 Jul 25 1NOJOR.COM

ঢাকায় উন্নত চিকিৎসা পাবে আহত কালনাগিনী সাপ

নিউজ সোর্স

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে কালনাগিনীকে

কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি কালনাগিনী সাপের চিকিৎসায় এক্সরে করেছে ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’। এটি পটুয়াখালী জেলার প্রথমবার সাপের এক্সরে করার ঘটনা বলে জানিয়েছেন সংগঠনটি।