আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে: জুনায়েদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে ব্যাপক আলোচনায় ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। অনেকেই ধারণা করেছিলেন তারা এই দলে ভালো পদ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে তারা দলে থাকবেন না বলে জানান। এবার আগামী এপ্রিল মাসেই তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এ খবর এখন কমবেশি সবারই জানা।