বিচারের আশায় ক্লান্ত সাগর-রুনি’র পরিবার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। বিচার শুরু না হলেও হত্যাকাণ্ডের ১৩ বছরে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ১১৫ বার। এরই মাঝে চার বার বদল হয়েছে তদন্ত সংস্থা। সবশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স।