তরুণদের দোষ-ত্রুটি না খুঁজে পথ দেখানো উচিত: মাহমুদুর রহমান
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের তরুণদের দোষ ত্রুটি না খুঁজে তাদের পথ দেখানো উচিত। তাদের ভুল-ভ্রান্তি হবেই, তাদের সহযোগিতা করতে হবে। বিপ্লব পরবর্তী যেকোনো দেশ পুনর্গঠন করতে কিছু সমস্যা থাকে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ওই জাতি পুনর্গঠন হতে কয়েক দশক সময় লেগেছে। তরুণদের মেধা ও মনন দেখে আমি বাংলাদেশের ব্যাপারে খুব আশাবাদী। এখনই এতো অস্থির না হয়ে তাদের সহযোগিতা করা উচিত।