Web Analytics

এক সাক্ষাৎকারে ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করীম বলেন, ‘ইনশাআল্লাহ ইসলামি দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে।’ জামায়াতকে সঙ্গে নিয়ে জোটে অধিকাংশ ইসলামি দলের অমত প্রশ্নে বলেন, ‘এটি সত্য নয়। অধিকাংশ ইসলামি দলই জামায়াতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনি সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামি দল আগে দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে।’ আরো বলেন, ‘জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট নয়। এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল। যেটি বৃহত্তর নির্বাচনি সমঝোতার একটা অংশ।’ আদর্শিক দ্বন্দ্ব প্রশ্নে রেজাউল করীম বলেন, ‘আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদিপন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াতে ইসলামীর পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। এ ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা ভুল।’ ২০০১ সালে জাতীয় পার্টির সঙ্গে ‘ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামের একটি জোটে থাকা প্রসঙ্গে পীর বলেন, ‘সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনি জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই।'

01 Sep 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট নয়। এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল: রেজাউল করীম

নিউজ সোর্স

নির্বাচনি জোট জামায়াতকে বাদ দিয়ে নয়: চরমোনাই পীর

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের (২০২৪) ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।