Web Analytics

সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ছিল ৭৫ বছর। আগের দিন তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে জানালা দিয়ে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখা যায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা পরবর্তীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

04 Aug 25 1NOJOR.COM

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

নিউজ সোর্স

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন তিনি।