পাচারের অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতি ৩ সংস্থার আহ্বান
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রায় সফরে যুক্তরাজ্যে আছেন। এ উপলক্ষে দেশটিতে কর্তৃত্ববাদী সরকারের আমলে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুক্তরাজ্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী তিনটি সংস্থা-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে। গতকাল মঙ্গলবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।