ছেলের ক্ষমা চাইতে হবে জানলে লাইসেন্স করতাম না
সম্প্রতি কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইস্যু করা একটি লাইসেন্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। লাইসেন্সটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের নামে। এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনার মাঝে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিল্লাল হোসেন।