পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে ভাবতে বলল ভারত
পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) পুনরায় ভাবতে বা পর্যালোচনা করতে বলল ভারত। শুক্রবার রয়টার্সকে এক ভারতীয় সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এবার তা আইএমএফ পর্যন্ত গড়াল।