Web Analytics

ঢাকায় এসএমই ফাউন্ডেশন ও আইএফসি আয়োজিত কর্মশালায় এসএমই উদ্যোক্তারা ২০২৩ সালের অস্থাবর সম্পত্তি জামানত আইন বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, স্থাবর সম্পত্তির অভাবে ব্যাংক ঋণ পেতে সমস্যায় পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। যন্ত্রপাতি ও কৃষিপণ্য জামানত হিসেবে গ্রহণের সুযোগ থাকলেও আইনের প্রয়োগ ও ব্যাংকারদের প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ৩২% এবং এ খাতে প্রায় ২.৫ কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে, তাই সহজ ঋণপ্রাপ্তির পথ সুগম করা জরুরি।

Card image

নিউজ সোর্স

অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে নেয়ার আইন চান এসএমই উদ্যোক্তারা

ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে গ্রহণের জন্য প্রণীত আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) উদ্যোক্তারা। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তারা এ দাবি জানান।