অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে নেয়ার আইন চান এসএমই উদ্যোক্তারা
ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিকে জামানত হিসেবে গ্রহণের জন্য প্রণীত আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) উদ্যোক্তারা। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তারা এ দাবি জানান।