রায়পুরে জমে উঠেছে পশু বেচাকেনা, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
হাতে আর মাত্র দুদিন। তাই তো কুরবানির পশু কেনায় হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। এর ব্যতিক্রম নয় লক্ষ্মীপুরের রায়পুরের ১৭ পশুর হাটেও। উপজেলার হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। জমে উঠেছে বেচাকেনা।
ঈদুল আজহার বাকি মাত্র দুই দিন। লক্ষ্মীপুরের রায়পুরে কুরবানির পশুর হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর, ফলে বড় গরু বিক্রিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে এখনও গরু বিক্রি করতে পারেননি। আকার ভেদে দাম ৭০ হাজার থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। উপজেলায় প্রস্তুত প্রায় ২০ হাজার কুরবানির পশু। নিরাপদ পশু বিক্রির জন্য ভেটেরিনারি টিম কাজ করছে এবং চাঁদাবাজি ও জাল টাকা ঠেকাতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
রায়পুরে জমজমাট পশুর হাট, বড় গরুর চাহিদা কম
হাতে আর মাত্র দুদিন। তাই তো কুরবানির পশু কেনায় হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। এর ব্যতিক্রম নয় লক্ষ্মীপুরের রায়পুরের ১৭ পশুর হাটেও। উপজেলার হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। জমে উঠেছে বেচাকেনা।