ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হবে ব্যাংককে
বুধবার (২ এপ্রিল) দিল্লির সম্মতির বিষয়টি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সূত্র: ইউএনবি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ ঘোষণা দেন। ৩ এপ্রিল তিনি ব্যাংককে বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি যুব সম্মেলনে অংশ নেবেন, বক্তব্য রাখবেন এবং বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।
বুধবার (২ এপ্রিল) দিল্লির সম্মতির বিষয়টি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সূত্র: ইউএনবি
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।