একাধিক সংঘাতের চাপ সহ্য করতে পারবে ইসরায়েলের অর্থনীতি?
গাজার পাশাপাশি এখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছে ইসরায়েল। এর কী প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে? যুদ্ধ ব্যয়বহুল। ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়টি বাদ দিলেও, যুদ্ধ চালাতে, অস্ত্র কিনতে অর্থ লাগে। তার পাশাপাশি প্রয়োজন হয় জনশক্তির। ইসরায়েল এখন সেই প্রয়োজনগুলি টের পাচ্ছে।