Web Analytics

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার নিষিদ্ধ থাকায় উৎসবের আমেজ হারিয়েছে। আগে গ্রাম, হাটবাজার ও অলিগলি পোস্টারে ভরে যেত, যা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি করত। এবার নির্বাচন কমিশনের নির্দেশনায় পোস্টার, ব্যানার ও পলিথিন-রেকসিনজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচার শুরু হয়েছে ২১ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

পোস্টার না থাকায় প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের ও প্রবীণ ভোটাররা প্রার্থীদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না, কারণ অনেকের হাতে স্মার্টফোন নেই। ফলে তারা ডিজিটাল প্রচারণা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে অনেকেই বলছেন, পোস্টার না থাকায় পরিবেশ পরিষ্কার থাকছে, দেয়াল ও রাস্তা নোংরা হচ্ছে না।

পরিবেশবিদ সাইফুল আলম চৌধুরী বলেছেন, পোস্টারবিহীন প্রচার পরিবেশ সুরক্ষায় সময়োপযোগী সিদ্ধান্ত। যদিও নির্বাচনের উৎসবের আমেজ কিছুটা কমেছে, পরিবেশের দিক থেকে এটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

27 Jan 26 1NOJOR.COM

সুনামগঞ্জ হাওরে পোস্টার নিষেধে পরিবেশ ভালো, তবে উৎসবের আমেজ কমেছে

নিউজ সোর্স

পোস্টারবিহীন প্রচারে হাওরাঞ্চলে নেই উৎসবের আমেজ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪: ১১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৪
উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
পোস্টারবিহীন প্রচারে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদে নেই কোনো উৎসবের আমেজ। আগে নির্বাচন এলে গ