Web Analytics

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল রোববার শুরু হচ্ছে। প্রতিবছর জিলকদ মাসের ১৯/২০ তারিখে দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমী মানুষজন এতে অংশ নেষ। ইতোমধ্যে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজারে প্রাঙ্গণে। ফলে তিল পরিমাণ জায়গা নেই এখন পুরো সিলেটে। ওরস মাহফিলে মাজারে গিলাপ ছড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। কোনো ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক না করতে সবার প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন।

Card image

নিউজ সোর্স

হযরত শাহজালাল (রহ.) এর ওরস শুরু রোববার

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল রোববার শুরু হচ্ছে। প্রতিবছর হিজরী সনের জিলকদ মাসের ১৯/২০ তারিখে দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়।